ডেস্ক নিউজ:-
নগরীর ইপিজেড থানাধীন আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং এ আর আরাফাত চৌধুরীর সূচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুগ্ম পরিচালক এবং আ্ঃলীগ সমর্তিথ স্বচিপ পরিষদের নির্বাহী সদস্য ডাঃ মোঃ হোসেন আহমদ আজ দুপুরে নিউ মুরিংস্থ বর্তমানে ইপিজেড থানার অতি সন্নিকটে বাসা থেকে আটক হয়েছেন বলে থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানিয়েছেন।
তার বিরুদ্ধে বাড়ির নিকট আত্মীয় স্বজনের ঘর বাড়ি দখল, ব্যক্তি মালিকানাধীন ফার্মেসি (দোকান দখল) এবং রাজনৈতিক মামলা হয়েছে বলে জানান।
এছাড়া তার মালিকানাধীন বন্দরটিলা ফ্যামিলি হেলথ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের নামে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিয়ে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এছাড়াও করোনা ভাইরাসচলা কালীন অস্থায়ী (বন্দর - ইপিজেড পতেঙ্গা) হাসপাতালের যন্ত্রাংশ,অর্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূদান আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। শুধুমাত্র আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে কোণঠাসা করে চলতেন।
ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানায়।