বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা ও বাজারচক্রে মারাত্মক প্রভাব পড়েছে।
দুর্ঘটনার পরপরই ক্ষতির পরিমাণ নির্ধারণে বিসিএস জরুরি উদ্যোগ নেয়। গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের পর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষতির বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয় এবং অনলাইনে তথ্য জমা দেওয়ার জন্য একটি ফরম সরবরাহ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিএস জানায়, সদস্য প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৩৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে — স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,
“অগ্নিকাণ্ডে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩৫ কোটি টাকা অনুমান করা হলেও, তা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনা শুধু আমাদের সদস্যদের আর্থিক ক্ষতি নয়, বরং পুরো আইসিটি খাতের জন্য বড় ধাক্কা।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত পণ্য দেশে পৌঁছানোর পর এভাবে ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।