১৪ আগস্টের মধ্যে খাদ্য অধিদপ্তরে নির্বাচিতদের ডোপ টেস্ট ও ভেরিফিকেশন ফরম জমা
প্রকাশকালঃ
০৭ আগu ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ ২৩২ বার পঠিত
খাদ্য অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও মাদকাসক্তিবিষয়ক সনদ (ডোপ টেস্ট) এবং পুলিশ ভেরিফিকেশন ফরম জমাদানের তারিখ প্রকাশ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডে শূন্যপদে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা মনোনীত কোনো মেডিকেল অফিসার বা সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা ও মাদকাসক্তিবিষয়ক পরীক্ষা (ডোপ টেস্ট) করানো এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে ২২ জুনের মধ্যে জমা দিতে বলা হয়।
কিন্তু অনেকে পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দেননি। প্রাক্-চাকরিবৃত্তান্ত ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
‘প্রাক্-চাকরিবৃত্তান্ত ফরম’ (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড ও পূরণ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবিসহ আগামী ১৪ আগস্টের মধ্যে মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর বরাবর জমা দিতে বলা হয়েছে।