জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের মৌখিক পরীক্ষা ২৩ জুন
প্রকাশকালঃ
১২ জুন ২০২৪ ০১:৫০ অপরাহ্ণ ৬৭৪ বার পঠিত
জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক আরসি অফিসারের ৩১২টি পদের মৌখিক পরীক্ষা ২৩ জুন শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরসি অফিসার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৩ জুন শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন ৮০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বিএসসিএসের চেকিং বোর্ডে যেসব কাগজপত্র দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে—পরিচালক ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত লিখিত আবেদনপত্র, সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রদত্ত জাতীয়তা সনদ/নাগরিক সনদ।