অনলাইন ডেস্ক
পশ্চিম তীরের ফিলিস্তিনি অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনা অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আনরোয়া (ইউএন রিলিফ এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রেফিউজিস) মহাপরিচালক ফিলিপ ল্যাজারিনি সম্প্রতি জানিয়েছেন যে, গত ৫ সপ্তাহ ধরে চলা এই অভিযানে পশ্চিম তীরে অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সময়ে পশ্চিম তীরের অনেক সরকারি স্থাপনা, বাড়িঘর এবং রাস্তাঘাট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে।
ডুজারিক আরও বলেন, বাস্তুচ্যুত ৪০ হাজার ফিলিস্তিনির মধ্যে অনেকেই শরণার্থী শিবিরে বসবাস করতেন। আইডিএফ গত ৫ সপ্তাহে কয়েকটি শরণার্থী শিবিরও ধ্বংস করেছে। মঙ্গলবার, নাবালুস শহরে ১৪ ঘণ্টাব্যাপী অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তবে, এখনও পর্যন্ত এই অভিযানে কতজন নিহত বা আহত হয়েছেন তা জানা যায়নি, কারণ আইডিএফ নাবালুসের সমস্ত চেকপয়েন্ট বন্ধ রেখেছে।
তিনি ইসরায়েলি সরকার এবং আইডিএফকে উদ্দেশ্য করে বলেন, "আমরা আগেও বলেছি, আবারও বলছি— মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। এবং শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় পরিস্থিতিতেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ন্যায্য হতে পারে।"
২০২৩ সালে গাজা উপত্যকায় হামাসের হামলার পর আইডিএফ গাজায় সামরিক অভিযান শুরু করে এবং সেই সঙ্গে পশ্চিম তীরেও অভিযান শুরু হয়, যদিও তা গাজার মতো ব্যাপক ছিল না। তবে, ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ১৫ মাসে পশ্চিম তীরে ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।