দেশের বাজারে কমালো সোনার দাম

প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৩২ অপরাহ্ণ ৩০২ বার পঠিত
দেশের বাজারে কমালো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।


এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ হাজার ৪৫০ টাকা করা হয়েছে।