সাবেক এমপির ভাতিজা আঃ লীগ নেতা গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
সাবেক এমপির ভাতিজা আঃ লীগ নেতা গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 
 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উলিপুর পৌর শহ‌রের দত্ত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক এমএ মতিনের ভাতিজা ও রামদাস ধনিরাম এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়।
 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।