ইতিহাস গড়ার পথে এরদোয়ান?

প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ০১:৩৫ অপরাহ্ণ ১৩৫ বার পঠিত
ইতিহাস গড়ার পথে এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট পদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনই আভাস দিচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদসংস্থাটি জানিয়েছ, ইতোমধ্যে ৭১ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তাতে এগিয়ে আছেন এরদোয়ান। 

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ দশমিক ৪৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫৪ দশমিক ৩৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৬৩ শতাংশ ভোট। 

আনাদোলু এজেন্সির বেসরকারি ফলাফল সঠিক হলে টানা ২০ বছরে ক্ষমতায় থাকা এরদোয়ান তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করছেন। অন্যদিকে এই প্রথমবারের মতো দেশটির প্রাইভেট সংবাদ সংস্থা আঙ্কা বেসরকারি ফলাফলে এরদোয়ানের এগিয়ে থাকার কথা জানালো।