প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আলী রীয়াজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
 

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে ড. আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
 

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, যার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
 

উক্ত কমিশনের মূল কাজ হলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন প্রণয়ন এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা।
 

এই নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে অধ্যাপক আলী রীয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও শক্তিশালী হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।