মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিক বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র

মুরাদনগর প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি চাপিতলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়েও উপস্থিত হন।
 

পরিদর্শনের সময় ইউএনও ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিদ্যালয় জীবনের খোঁজখবর নেন। তিনি প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যাওয়ার নির্দেশ দেন। এছাড়া প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
 

ইউএনও শিক্ষার্থীদের উপস্থিতি ও ঝড়ে পড়া বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি ভাগাভাগি করার পরামর্শ দেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।