উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১০ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মেডিকেল বোর্ড। কাতারের আমিরের পাঠানো রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে।
 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ. জেড. এম. জাহিদ হোসেন।
 

তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাত বা কাল ভোরেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে যুক্তরাজ্যের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়া হবে।’
 

চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ভ্রমণে থাকবে। যাত্রাপথে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।
 

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়ে বলেন, ‘দেশের মানুষ ও প্রবাসীদের দোয়া ও সহানুভূতির জন্য আমরা কৃতজ্ঞ। ইনশাল্লাহ দেশনেত্রী আবারো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
 

চিকিৎসক জাহিদ পরিবারের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জায়মা রহমানসহ পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এবং চীন, রাশিয়া, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান চিকিৎসক জাহিদ।
 

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আপডেট জানতে চাইলে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শই চূড়ান্ত। গতকাল যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সঙ্গে তিন দফা ভার্চুয়াল বৈঠক হয়েছে। আজও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী— আল্লাহর রহমতে দেশনেত্রী ঘুরে দাঁড়িয়েছেন।’
 

বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। বৈঠক শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সামনে আসেন অধ্যাপক জাহিদ।
 

এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির প্রদত্ত রয়েল অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। চার মাসের চিকিৎসা শেষে ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন তিনি।
 

সূত্র: বাসস