নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

প্রকাশকালঃ ১৮ মে ২০২৪ ০১:২২ অপরাহ্ণ ৬৭৫ বার পঠিত
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

ঢাকা প্রেসঃ
নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে। নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত শুক্রবার প্রকাশ করেছে কলেজটি। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে ২৫ মে রাত ১২টা ১ মিনিট (২৬ মে) থেকে।

বিজ্ঞান বিভাগ: জিপিএ-৫ (বাংলা ও ইংরেজি মাধ্যম উভয়), উচ্চতর গণিতে অবশ্যই উত্তীর্ণ।
মানবিক বিভাগ: জিপিএ-৩।
ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪।

বিভাগ পরিবর্তন:

  • বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা: জিপিএ-৪.৫০
  • বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা থেকে মানবিক: জিপিএ-৩.৫০

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
  • অনলাইনে আবেদন করতে হবে নটর ডেম কলেজের ওয়েবসাইট (https://ndc.edu.bd/) এর মাধ্যমে।
  • আবেদনের তারিখ: ২৬ মে (রাত ১২:০১) থেকে ৩০ মে (বিকেল ৫টা)।
  • আবেদন ফি: ৪০০ টাকা (বিকাশের মাধ্যমে)।
  • লিখিত পরীক্ষা: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী।
  • বিভাগ অনুসারে নির্ধারিত বিষয়ে পরীক্ষা।
  • ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলগুলোকে বিবেচনা করা হবে।

তথ্যের জন্য:

  • নটর ডেম কলেজের ওয়েবসাইট: https://ndc.edu.bd/
  • ভর্তি বিজ্ঞপ্তি: https://www.prothomalo.com/education/admission/b83e09yatw