চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।


প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনিজ। বিএনপি নেতা হাবিবুর রহমান শেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল হক বুলু, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান ও সদস্য সচিব এএইচএমএম জামাল বাচ্চু।


অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম।