সালমা বন্যার্তদের পাশে: গানের রেকর্ডিং ফি দান

প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৩:২৯ অপরাহ্ণ ৪৭৩ বার পঠিত
সালমা বন্যার্তদের পাশে: গানের রেকর্ডিং ফি দান

ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক:-


দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। তিনি তার সাম্প্রতিক গান রেকর্ডিংয়ের সমস্ত পারিশ্রমিক বন্যার্তদের জন্য দান করার ঘোষণা দিয়েছেন।

 

সালমা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, "আমার রেকর্ডিং করা গানের পারিশ্রমিক পুরোটাই আমি বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব সবগুলোর পারিশ্রমিক যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।"
 

এছাড়াও, বন্যার্তদের সহায়তার জন্য শোবিজ অঙ্গনের অনেক তারকা ও শিল্পী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্টে বিনা পারিশ্রমিকে অংশগ্রহণ করেছেন অনেক ব্যান্ড ও শিল্পী। এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য ব্যবহৃত হবে।
 

সালমার এই উদারতা এবং শোবিজ অঙ্গনের অন্যান্য তারকাদের সহযোগিতা বন্যার্তদের জন্য আশার আলো জ্বালিয়েছে।