ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ (বিশেষ প্রতিনিধি):-
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে সভাপতি, জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামানকে (৫৪ ভোট) সাধারণ সম্পাদক, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী সাইফুল আলমকে (৭৪ ভোট) সাংগঠনিক সম্পাদক, ও মনতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা খলিলুর রহমানকে (৬৩ ভোট) কোষাধ্যক্ষ করে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি পুনর্গঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (৪ জানুয়ারী) নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।আলোচনায় অংশগ্রহণ করেন আন্দিউড়া উম্মেতুন্নেসা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,দেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসাদ্দুক আহাম্মেদ,পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,অপরূপ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শাহীন মিয়া।পরে শিক্ষকদের মতামত সাপেক্ষে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হন।সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মোট ১৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।পিডিবি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ৫ জন সদস্যের নির্বাচন পরিচালনাকারী প্যানেলের নেতৃত্ব দেন।