মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। শনিবার বিকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে ও মাদারগঞ্জ সরকারী এ এইচ জেড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল- আমিন তালুকদার সদস্য জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি , মাজেদ মোল্লা সহ সভাপতি পৌর বিএনপি , খালিদ হাসান সাংগঠনিক পৌর বিএনপির, শফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ১নং চর পাকেরদহ ইউনিয়ন।
এছাড়াও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা মোখলেসুর রহমান মোখলেস বলেন , “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই বিপ্লব গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তি স্থাপন করেছিল।”
তিনি আরও বলেন “৭ নভেম্বরের চেতনা আজও আমাদের আন্দোলনের প্রেরণা। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি। যুবদল সবসময় জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে।"