তাইওয়ানে ৮০ টিরও বেশি ভূমিকম্প: ক্ষয়ক্ষতি হালকা, তবে আতঙ্ক ক্রমবর্ধমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৪ ০৩:০৭ অপরাহ্ণ   |   ৩৬০ বার পঠিত
তাইওয়ানে ৮০ টিরও বেশি ভূমিকম্প: ক্ষয়ক্ষতি হালকা, তবে আতঙ্ক ক্রমবর্ধমান

২২ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে ২৩ এপ্রিল (মঙ্গলবার) ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০ টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হুয়ালিয়েন কাউন্টি। উল্লেখ্য, গত ৩ এপ্রিল এই এলাকাতেই ৭.২ মাত্রার ভূমিকম্পে ১৭ জন নিহত হয়েছিল। এরপর থেকে সেখানে শত শত আফটারশক রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ভোরে হুয়ালিয়েন ফায়ার ডিপার্টমেন্ট জানায় যে ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভেঙে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণেই এটি ভূমিকম্পপ্রবণ এলাকা।

গতকালের ভূমিকম্পগুলো তাইওয়ানে ভূমিকম্পের ঝুঁকি স্মরণ করিয়ে দিয়েছে। ২০১৬ সালে দেশটির দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়েছিল। ১৯৯৯ সালে আরও ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।