নেপালে অনিশ্চয়তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সময় কাটছে জিমে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
নেপালে অনিশ্চয়তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সময় কাটছে জিমে

ক্রীড়া প্রতিবেদক:-

 

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফেরার অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকাল বন্ধ থাকায় ঢাকায় ফেরার সম্ভাবনা ভেস্তে গেছে।
 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর খোলার ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়। ফলে জাতীয় দলের খেলোয়াড়রা হোটেলে সময় কাটাচ্ছেন। হোটেলের বাইরে বের হওয়ার সুযোগ না থাকলেও, তারা জিম সেশন ও শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
 

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বেলা ১১টা থেকে হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। দলের সকল সদস্য নিরাপদে রয়েছেন। শারীরিক ও মানসিকভাবে সবাই ভালো আছেন।”
 

মিডফিল্ডার সোহেল রানা বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থার উন্নতি হয়েছে। হোটেলের পরিবেশ ভালো, পরিবারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের সভাপতি ও উপদেষ্টা দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।”
 

বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করলেও দেশটিতে উত্তেজনা এখনও বিরাজ করছে।