বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় কর্মরত আমিনুর রহমানের বিরুদ্ধে অন্যায় অনিয়ম দুর্নীতি ও পুলিশের ক্ষমতাঅপব্যবহার। প্রতারণা করে অন্যের জমি দখল করা, এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রটি জানায়, চতুর প্রকৃতির পুলিশ আমিনুর রহমানের এটা নিত্য দিনের কাজ। এবং তার সাথে প্রতারণার কাজে, জড়িত তার ছোট বোন রেবেকা সুলতানা স্বপ্না।
একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। রেবেকা সুলতানা স্বপ্না ও আমিনুর রহমান। পুলিশে চাকুরি পাওয়ার পর থেকে তার আপন সহদর,মনজুর সরদার, মফিজুর সরদার ও মিজানুর সরদার। বেপরোয়া হয়ে শুরু করেন নিজ এলাকায়,চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি,ডাকাতি,ও অন্যের জমি দখল সহ নানা রকম অন্যায় ও বেআইনি কার্যকলাপ।
পুলিশের এসআই আমিনুর গংদের এ সমস্ত অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করার চেষ্টা করেছে । তাদেরকেই হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করে ঘর বাড়ি ছারা করেছে। পুলিশের এস আইআমিনুর গংদের এ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ইতোমধ্যে নয়টি মামলা চলমান রয়েছে। মামলাগুলোর বিবরণ দেয়া হলো।সাতক্ষীরা সদর থানা মমলা নাম্বার ৪৩/৯৫ তাং- ২৬-২-২৫।
সি এম এম আদালত, ঢাকা সি.আর মামলা নাম্বার ২২৭/২৩।
সি এম এম আদালত, ঢাকা সি আর মামলা নং ২৯৪/২০
সিনিয়র সহকারী জজ ৩য় আদালত ঢাকা ১০/১৯।
সি এম এম আদালত ঢাকা সি আর মামলা নাম্বার ২৫৭/২০১৮।
এডিসি রাজত্ব ঢাকা আদালত মিস কেস নাম্বার ২৭/২০১৩।
সি এম, এম আদালত ঢাকা সি আর মামলা নাম্বার ৪৫০/২৪
মোহাম্মদপুর থানা মামলা নাম্বার ১৫৮/১৬৯৭/৭৫৪২(৫)৮ তারিখ ২৫-১১-২০২১।
বিজ্ঞ আমলী আদালত ০৫ সাতক্ষীরা সি আর মামলা নাম্বার ৮০৯/২৪।
২৬ শে মে গতকাল নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের করিডোরে দাড়িয়ে এস আই আমিনুর এর বড় ভাই সাংবাদিকদের সামনে বিবৃতি দেন......
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন...
তবে এস আই আমিনুর বিষয়টি অস্বীকার করে এবং তার বড় ভায়েরা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও তারা পাগল উন্মাদ আখ্যা দেয়।
অভিযুক্ত পলিশের এস আই আমিনুর অন্যের বাড়ি ভাড়া নিয়ে, বাড়ির ভাড়া পরিশোধ না করে, সেই বাড়ি ও জমি দখল প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও তার নানা অনিয়ম নিয়ে হাজির হচ্ছি ২য় পর্বে।