হবিগঞ্জের মাধবপুরের সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলাউদ্দিন আল রনি দুই দশকেরও বেশি সময় ধরে সমাজের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কলম চালিয়ে যাচ্ছেন। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এই সাংবাদিক বহুবার হামলা, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবুও তিনি কখনো কলম ছাড়েননি; প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতেই পেশা ও আদর্শের প্রতি তাঁর প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।
আলাউদ্দিন আল রনি মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। স্থানীয় দৈনিকসহ জাতীয় দৈনিক যায়যায় দিন ও আমার দেশ-এ দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন ও দুর্নীতিবিরোধী লেখা প্রভাবশালী মহল ও প্রশাসনের জন্য প্রায়ই কাঁটার মতো হয়ে দাঁড়িয়েছে।
রনি জানান, আওয়ামী লীগের আমলে তাঁকে একাধিকবার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কখনো দলীয় কর্মীদের হামলার মুখোমুখি হয়েছেন, কখনো পুলিশি হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন,
“সত্য লিখলে কেউ না কেউ রেগে যায়। কিন্তু সত্য লেখা আমার পেশাগত দায়িত্ব।”
সাংবাদিকতার পাশাপাশি আলাউদ্দিন আল রনি বর্তমানে মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সৎ, স্পষ্টভাষী ও নির্ভীক নেতা হিসেবে পরিচিত।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান বিশেষ। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তায় নিয়মিত কাজ করছেন তিনি। করোনাকালে নিজ উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর বলেন,
“রনি কখনো পেশাগত দায়িত্বে আপস করেননি।”
সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্কর (দৈনিক দেশ রূপান্তর) বলেন,
“রনির সাহস ও নিষ্ঠা আজকের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। রাজনৈতিক চাপ, মামলা বা ভয়ভীতির মুখেও তিনি সত্যের পথ থেকে সরে যাননি।”
১৯৯৩ সালের শেষের দিকে সাপ্তাহিক খোয়াই পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন আলাউদ্দিন আল রনি। এরপর ধারাবাহিকভাবে দৈনিক দিনকাল, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক যায়যায় দিন, এবং দৈনিক আমার দেশ-এ কাজ করেছেন। তাঁর কলম শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং সমাজ পরিবর্তনের এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে।
রাজনীতিতে রনির পথচলা শুরু ১৯৯০ সালে মাধবপুর ইউনিয়ন ছাত্রদল থেকে। ১৯৯৩ সালে তিনি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি, এবং ২০০১ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে চারবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৩ সাল থেকে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা এখনও বহাল।
দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও রাজনীতিতে সক্রিয় আলাউদ্দিন আল রনি মাধবপুরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহস, সততা ও দায়বদ্ধতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।