ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু

প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৪:২৩ অপরাহ্ণ ০ বার পঠিত
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "আল্লাহর মাইর দুনিয়ার বাইর।" তিনি আরও বলেন, "এই খুনি হাসিনাতেই কিন্তু প্রমাণ হয়েছে—মানুষকে খুন, গুম, ও গণহত্যা করে টিকে থাকা সম্ভব নয়। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা গণহত্যা করেছে, গুম করেছে এবং অন্যায় করেছে, তাদের বিচার অবশ্যই দেশে হবে। ভারতে পালিয়ে তারা শেষ রক্ষা পাবে না, ইনশাআল্লাহ, বাংলাদেশে এসে বিচার হবে।"
 

তিনি শুক্রবার (২২ নভেম্বর) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন।
 

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেননি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। অনেকেই টাকার বিনিময়ে আঁতাত করে এমপি হয়েছেন, দুর্নীতি ও লুটপাট করেছেন। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রকাশ্যে বলেছিলেন, 'বিএনপি যদি নির্বাচনে যেত, তাহলে ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতো না, নির্যাতন করা হতো না।' তাদের অবশ্যই বাইরে থাকতে হতো।"
 

তিনি আরও বলেন, "অন্যায় যিনি করেন এবং অন্যায় যিনি সহ্য করেন, তারা সবাই সমান অপরাধী। আমাদের নেতা তারেক রহমান যদি আঁতাত করতেন, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না, আর তারেক রহমানও দেশের বাইরে থাকতে হতো না।"
 

টুকু বলেন, "আগামী দিনে আমাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা হবে। ভোটদানের সময় মানুষ ছিল উৎসাহী, কিন্তু হাসিনার শাসনে তা ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। দেশনায়ক তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে হানাহানি, খুন-গুম থাকবে না। শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।"
 

সম্মেলনে উপস্থিত ছিলেন ভূঞাপুর ও গোপালপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।