আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ ০ বার পঠিত
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
 

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের দ্বারা। এই ঘটনার পর ভারতীয় প্রশাসন নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়, যার ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায়।
 

এমন অবস্থায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলায় সব প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।"