নড়াইলে প্রধান শিক্ষক হত্যাকাণ্ড: স্বর্ণালঙ্কার লুটে দুর্বৃত্তরা পলায়ন

প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ ৬৩৫ বার পঠিত
নড়াইলে প্রধান শিক্ষক হত্যাকাণ্ড: স্বর্ণালঙ্কার লুটে দুর্বৃত্তরা পলায়ন

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


 

নড়াইলের লোহাগড়ায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বালা (৫৫) নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডলের দেয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। স্ত্রীর ঘরে গিয়ে তিনি ভয়াবহ দৃশ্য দেখতে পান - স্ত্রী নিহত অবস্থায় পড়ে রয়েছেন।
 

প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভেঙে ঢুকে তারা দেখতে পান, দুর্বৃত্তরা ঘরের পূর্ব পাশে মাটি খুঁড়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করেছে। তারা সবিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার কাছ থেকে স্বর্ণের একটি বড় চেইন, দুটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।