অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করল ছাত্রদল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ   |   ১৩৪ বার পঠিত
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করল ছাত্রদল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকার কাকরাইল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অভিনেতা সিদ্দিককে প্রকাশ্যে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার গায়ের পোশাক ছিঁড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মীরা ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিচ্ছিলেন। একটি ভিডিওতে এক নেতা বলেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে, পুলিশে হস্তান্তর করছি।”
 

ঘটনার এক পর্যায়ে সিদ্দিককে থানার ভেতরে নিয়ে যাওয়া হলে পুলিশ বাহিনী বাইরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে নিজেদের হেফাজতে নেয়।
 

উল্লেখ্য, অভিনেতা সিদ্দিক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। এরপর ঢাকা-১৭ উপ-নির্বাচনেও তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন। তবে কোনো নির্বাচনেই প্রার্থী হতে পারেননি তিনি।