ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেছেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশের সবকিছু শূন্য করে দিয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
মোবারক হোসাইন বলেন, দলমত নির্বিশেষে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। তবে এখন তাদের অপসারণের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয়ে আন্দোলনে আসার চেষ্টা করছে, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, গার্মেন্টস শ্রমিক লীগ কিংবা ইসকন লীগ হিসেবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজর রাখুন, যাতে তারা আবার মাথাচাড়া দিতে না পারে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন হবে একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নবগঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন আয়োজনের আশা আমরা রাখি।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে দেশের জনগণকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কারণ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।
মোবারক হোসাইন আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। তারা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোতে কোনো টাকা নেই, দেশের মানুষ চরম কষ্টে রয়েছে, পণ্যের দাম বাড়ছে, সাধারণ মানুষ বাজার করতে হিমশিম খাচ্ছে। এসবের একমাত্র কারণ হলো আওয়ামী লীগের অর্থনৈতিক নীতির ব্যর্থতা।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল।