হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৬:৩৩ অপরাহ্ণ   |   ৩৯৩ বার পঠিত
হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকা প্রেস,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:-
 

মুন্সীগঞ্জে অটোচালক হিমেল মীর হত্যার মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় অপর তিনজনকে খালাস দেওয়া হয়।
 

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন মুছা সরকার, নজরুল ফরাজি এবং সবুজ চৌকিদার।
 

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার মুক্তারপুর এলাকার মল্লিক রায় দিঘি থেকে হিমেল মীরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে বেরিয়ে আসে যে, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করার সময় হিমেল মীরকে হত্যা করে এবং মরদেহ বস্তাবন্দি করে দিঘিতে ফেলে যায়। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, রায়ে নিহতের পরিবার সন্তুষ্ট।