এই পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। দিল্লি বিশ্ব মারকাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের নেতৃত্বে ৪২ সদস্যের একটি জামাত ইতোমধ্যে ইজতেমা ময়দানে পৌঁছেছে। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মেহমানও ইজতেমায় যোগ দিয়েছেন।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে, ঠিক আগের পর্বের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি, রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের সমাপ্তি হবে।