মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসা থেকে মো. সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গলায় দড়ি বাঁধা অবস্থায় তাঁর নিথর দেহ পাওয়া যায়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সাব্বির ওই বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন। সকালে তিনি রুমমেটকে নাশতা আনার জন্য বাইরে পাঠান। কিছুক্ষণ পর রুমমেট ফিরে এসে দেখে, সাব্বির মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁর হাতে আঘাতের চিহ্নও ছিল। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
 

ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দড়ি ছিঁড়ে তিনি মেঝেতে পড়ে যান। তবে ঘটনাটি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
 

অন্যদিকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দাবি করেছেন, সাব্বিরকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।