আজ রিয়াদে দুই শীর্ষ আরব জোটের গাজা ইস্যুতে বৈঠক

প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৩ ০৭:১৭ অপরাহ্ণ ২২৯ বার পঠিত
আজ রিয়াদে দুই শীর্ষ আরব জোটের গাজা ইস্যুতে বৈঠক

দুই শীর্ষ আরব জোট আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকের আয়োজন করছে সৌদি আরব। আজ শনিবার রিয়াদে এ বৈঠক বসবে। 

আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি এ সপ্তাহের শুরুতে বলেন, আরবরা কীভাবে আগ্রাসন বন্ধ করতে, ফিলিস্তিন ও এর জনগণকে সমর্থন করতে, ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানাতে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে- তা দেখানোর উদ্যোগ নিয়েছে।


বৃহস্পতিবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি প্রস্তুতি সভায় 'গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের' নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য দেশটিকে জবাবদিহিকরার দাবি জানান।

তারা 'ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধের' আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিন ও এর জনগণকে সব ধরনের সমর্থন প্রদান করা হবে বলে জানিয়েছেন।