‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন বন্ধ, প্রসঙ্গে যা বলছেন রেলমন্ত্রী

প্রকাশকালঃ ০১ জুন ২০২৪ ০৬:০৯ অপরাহ্ণ ৭২ বার পঠিত
‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন বন্ধ, প্রসঙ্গে যা বলছেন রেলমন্ত্রী

'ইঞ্জিন ও লোকোমোটিভ মাস্টার সংকটের কারণে কক্সবাজার স্পেশাল বন্ধ, বাস মালিকদের সুবিধার জন্য নয়' :রেলমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার রুটের 'কক্সবাজার স্পেশাল' ট্রেন বন্ধের বিষয়ে বাস মালিকদের 'প্রেসক্রিপশন' দেওয়ার অভিযোগের কঠোর বিরোধিতা করেছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

মন্ত্রী বলেন, "আমাদের সম্পদ সীমিত। আমরা সব ট্রেন চালু রাখার চেষ্টা করছি। মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন ডিসঅর্ডার হয়ে যায়। লোকোমোটিভ মাস্টার সংকটের কারণেও ট্রেন চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই কিছুদিনের জন্য ট্রেন বন্ধ করতে হচ্ছে।"

"কিন্তু ট্রেন বন্ধ করে আমরা বাস মালিকদের সুবিধা দেব, এটা বিকৃত মানসিকতার পরিচয়। আমরা কোনো অবস্থাতেই কাউকে সুবিধা দেয়ার জন্য ট্রেন বন্ধ করব না।"

নতুন বগি ও ইঞ্জিন আসছে:

  • ভারত থেকে ২০০ বগি আনার চুক্তি করা হয়েছে।
  • দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০টি বগি আসবে।
  • বিভিন্ন সোর্স থেকে ইঞ্জিন ও বগি আনার চেষ্টা চলছে।

রেল সেবার উন্নয়ন:

  • রেলের কন্টেইনার সেবা সম্প্রসারিত করা হচ্ছে।
  • গাজীপুরের ধীরাশ্রমে ডিপো হলে কন্টেইনার সার্ভিস বাড়বে।
  • খুলনা-মোংলা রুটে নতুন ট্রেন চালু হয়েছে।
  • ঈদের আগে ৩ দিন কোরবানি পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন চলবে।

মন্ত্রীর বার্তা:

  • সবার সহযোগিতায় ঈদের আগে যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।
  • গত ঈদের মতো এবারও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে।