ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষুরের আঘাতে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
আহতরা হলেন—চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। তারা বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে ফুল দিতে এলে তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। একপক্ষে ছিলেন জমির দস্তগীর ও ইমাম হোসেনের সমর্থকরা, অন্যপক্ষে ছিলেন মহসিন ভূঁইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীরা। উপজেলা বিএনপির এই দুটি পক্ষের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের।
কে আগে ফুল দেবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরুতে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে ক্ষুরের আঘাতে দুজন আহত হন। আহত দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।
এ ঘটনায় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।