ঢাকা প্রেস নিউজ
নবগঠিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এ কমিটির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্প্রতি আত্মপ্রকাশ করেছে, যা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কাঠামো সাজানো হয়েছে।
আবু বাকের মজুমদার আরও বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে আদর্শ ছাত্র সংগঠন কেমন হওয়া উচিত, তা নিয়ে দীর্ঘ গবেষণা ও কাগজে-কলমে পরিকল্পনা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যেখানে দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলোর অনুসারী হয়ে কাজ করে, সেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থান বজায় রাখবে এবং কোনো রাজনৈতিক লেজুরবৃত্তিতে জড়াবে না।