বিএনপির মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলরের সাক্ষাৎ
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১১ মে ২০২৩ ০৪:১৭ অপরাহ্ণ
|
২০৯ বার পঠিত
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর (গভর্ন্যান্স অ্যান্ড পলিটিক্যাল) টম বার্গ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সোয়া ১১টার দিকে এ সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত সাক্ষাৎ। এর বেশি কিছু বলা যাবে না।’