তিতুমীর কলেজের অনির্দিষ্টকালের শাটডাউন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ণ   |   ৭৮ বার পঠিত
তিতুমীর কলেজের অনির্দিষ্টকালের শাটডাউন

ঢাকা প্রেস নিউজ

 

সরকারি তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
 

আজ সোমবার থেকে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন এবং সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী, আমতলী ও গুলশান লিংক রোড এলাকায় অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
 

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আমরণ অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
 

তবে রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তিতুমীর কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করা হবে না।
 

এই বক্তব্যের প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালীর আমতলী মোড় আবারও অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবির বিষয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।