বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২২ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ চট্টগ্রামে বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তার আকস্মিক মৃত্যুতে সমাবেশটি বাতিল করা হয়েছে।
 

দেশের অন্যতম প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করা আবদুল্লাহ আল নোমান রাজনৈতিক জীবনের শুরুতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করতেন। পরবর্তীতে জিয়াউর রহমানের সময় বিএনপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।