আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রশংসনীয়, তবে ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি — জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০১:৫৩ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রশংসনীয়, তবে ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি — জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ নজরুল ইসলাম

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ-


 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের পুলিশ ও সিভিল প্রশাসন যে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তা প্রশংসার যোগ্য।
 

তিনি বলেন, “চট্টগ্রাম নগরীতে মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থার বিশৃঙ্খলার কারণে নাগরিকদের মূল্যবান কর্মঘণ্টা অপচয় হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”
 

এসময় তিনি আসন্ন চাকসু নির্বাচনের সফলতা কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
 

বৃহস্পতিবার রাতে দেওয়ান বাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে (বিআইএ) আয়োজিত জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

বৈঠকে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন
 

এ সময় আরও উপস্থিত ছিলেন—
অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস; নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক; ডা. ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, আবুহেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজমাহমুদুল আলম প্রমুখ।