কালের কণ্ঠে আঞ্চলিক প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ   |   ৬৭১ বার পঠিত
কালের কণ্ঠে আঞ্চলিক প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-
 


সাংবাদিকদের অধিকার নিয়ে  কাজ করার লক্ষে আত্মপ্রকাশ হওয়া 'বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি' তথা বিএসসির কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক, দেশে বিদেশে পাঠকনন্দিত জনপ্রিয় ফেসবুক  পেইজ 'নবীনগরের কথা'র নন্দিত সঞ্চালক ও সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু  সম্প্রতি দেশের   শীর্ষস্থানীয় ও প্রভাবশালী পত্রিকা দৈনিক কালের কণ্ঠে  'আঞ্চলিক প্রতিনিধি' ব্রাহ্মণবাড়িয়া, পদে আবারও যুক্ত হয়েছেন।

 



এর আগেও তিনি কালের কণ্ঠে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত প্রায় ৫ বছর সাংবাদিকতা করেছিলেন। এরও আগে তিনি প্রথম আলোতে পত্রিকাটির জন্মলগ্ন থেকে ২০১৫ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে  কর্মরত ছিলেন। 
তবে কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় যুক্ত ছিলেন।

 

তাঁর জন্ম ১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আদালত সড়কে অবস্থিত 'নাথবাড়ি'তে।

আমাদের প্রিয়ভাজন মেধাবী, নির্ভীক ও স্পষ্টবাদী  সাংবাদিক খ্যাত গৌরাঙ্গ দেবনাথ অপুদা তাঁর এই প্রাপ্তি ও স্বীকৃতিতে সকলের দোয়া ও সর্বত সহযোগিতা কামনা করেছেন।