বিশেস প্রতিনিধি,নারায়ণগঞ্জ:-
নারায়ণগঞ্জ জেলা কমিটির জাগো হিন্দু পরিষদ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে।
সম্প্রতি তিনি শারদীয় দুর্গাপূজায় গাজা ও নেশা সেবন করা হয় বলে যে মন্তব্য করেছেন, তা হিন্দু ধর্মাবলম্বীদের গভীরভাবে আঘাত করেছে বলে জানিয়েছে সংগঠনটি।
জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দূর্জয় সেন পলাশ এক বিবৃতিতে বলেন —
“দুর্গাপূজা হলো সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে নিয়ে এমন ভিত্তিহীন, অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য শুধু সনাতন ধর্মাবলম্বীদের অপমান নয়, বরং সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুঃখপ্রকাশ ও বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিন্দু সমাজকে অপমান করে যারা বিভেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংবিধানিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।