২৩৮৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির দুটি নিয়োগের আবেদনের সময় বাড়ল

প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৪ ০৪:২৭ অপরাহ্ণ ১৩৫ বার পঠিত
২৩৮৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির দুটি নিয়োগের আবেদনের সময় বাড়ল

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি পদে নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসারের (সাধারণ) ১ হাজার ৫৯৭ পদে আবেদনের সময় পাঁচ দিন এবং সমন্বিত পাঁচ ব্যাংকে অফিসারের (ক্যাশ) ৭৮৭ পদেও পাঁচ দিন সময় বাড়ানো হয়েছে। দুই পদেই আবেদনের শেষ সময় ছিল ২০ জানুয়ারি।

সাধারণ অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।

অফিসার ক্যাশের ৭৮৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৩৫ জন, জনতা ব্যাংকে ৫০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৫৯ ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে।