বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে মতবিনিময় করেছেন ফতুল্লা থানাধীন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিট পুলিশিংয়ের সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ এবং হৃদয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৈয়বুর রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার লালখাঁ এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি ফতুল্লা থানায় উপস্থিত হয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একে অপরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, আমির হোসেন, ফারুক মাতবর, আহমেদ, কামাল, রবিন, কাদের, মাসুম, জুয়েল, বিল্লাল, ইমরান, রুহুলসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।