চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৯ অপরাহ্ণ   |   ১৫০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তি অঞ্চলে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 


 

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী এবং সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু ও স্থানীয় বাসিন্দা সাগর। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 

বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবল ধ্বংস করে দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ—যারা আগামী দিনের নেতৃত্ব দেবে। অথচ মাদকের করালগ্রাস তাদের অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। একটি পরিবারে যদি কেউ মাদকাসক্ত হয়, তবে সেই পরিবারই বুঝতে পারে এই যন্ত্রণা কত ভয়াবহ।
 

তাঁরা আরও বলেন, এখনই যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তবে জাতি ভয়াবহ সংকটে পড়বে। চাঁন্দলাই জোড়বাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় এলাকাবাসী নিজেরাই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।