আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
দুই বছর আগে মারা যাওয়া শিক্ষা ক্যাডারের দুই অধ্যাপককে দুইটি সরকারি কলেজের অধ্যক্ষ পদে (সংযুক্ত) পদায়ন করার সেই প্রজ্ঞাপন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে ” মৃত দুই অধ্যাপককে অধ্যক্ষ বানালো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা” শিরোনামে শিক্ষাবার্তা’য় এবং অন্যান্য গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুব আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (১) ০৮/০৪/২০১৫ খ্রি. তারিখের ৩৭.০০.০০০০.০৯০.১৯.০০৫.১-(অংশ-১)-১৪১ সংখ্যক প্রজ্ঞাপনের ক্রমিক-০৫ এ বর্ণিত মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী (৩২৭৫) অধ্যাপক, ব্যবস্থাপনা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা সংযুক্ত: অধ্যক্ষ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, খাগড়াছড়ি বদলির আদেশাধীন, প্রজ্ঞাপনের ক্রমিক-১৩ এ বর্ণিত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দীন (৩৭১৬) অধ্যাপক, পদার্থবিদ্যা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা সংযুক্ত: অধ্যক্ষ, মীর ইসমাইল হোসেন কলেজ, কুড়িগ্রাম বদলির আদেশাধীন এবং (২) 08/04/20২৫ খ্রি. তারিখের 37.00.0000.090.02.001.2014-১৩৯ সংখ্যক প্রজ্ঞাপনের ক্রমিক-২৭ এ বর্ণিত মোহাঃ আব্দুল মুত্তালিব (৫৫০৭) অধ্যাপক, ইতিহাস, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা সংযুক্ত: অধ্যক্ষ, পীরগাছা কলেজ, রংপুর বদলীর আদেশাধীন ও প্রজ্ঞাপনের ক্রমিক-৪৬ এ বর্ণিত মোঃ হুমায়ূন কবির চৌধুরী (৩৫৩৪) অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা সংযুক্ত : অধ্যক্ষ, ছাতক ডিগ্রি কলেজ, সুনামগঞ্জে বদলির আদেশাধীন-এর বদলির আদেশটি শিক্ষা অধিদপ্তর, বাতিল করা হলো।
উল্লেখ্য, কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ পদে (সংযুক্ত) পদায়ন পাওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এবং রংপুরের পীরগাছা কলেজের অধ্যক্ষ পদে (সংযুক্ত) পদায়ন পাওয়া কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব এক বছরের বেশি সময় আগে মারা গেছেন।
কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
অন্যদিকে পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। তিনি বলেন, জামাল উদ্দিন স্যার মারা যাওয়ার বিষয়টি পিডিএসে হালনাগাদ করা হয়েছে। স্যারকে অধ্যক্ষ পদে পদায়ন নিয়ে হাসাহাসি হচ্ছে।
প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন গত বছরের ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার বাবা।