ইন্টার মিয়ামির প্রধান তারকা লিওনেল মেসি ইনজুরির কারণে দলের বাইরে থাকায় তাদের লড়াইয়ে হিমশিম খাচ্ছে। গত ১৩ মার্চের পর থেকে মিয়ামির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে আর্জেন্টিনার দুটি ফ্রেন্ডলি ম্যাচেও খেলতে পারেননি তিনি। তাকে ছাড়া মাঠে নেমে ভালো অবস্থানে নেই ইন্টার মায়ামি। মেসিবিহীন মায়ামি ৪টি লিগ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। একটি করে ড্র ও জয় রয়েছে কেবল সান্ত্বনা হয়ে। এবার লুইস সুয়ারেজ গোল করেও মায়ামিকে জেতাতে ব্যর্থ হলেন।
মিয়ামি আশা করছে আগামী বুধবার মনটেরির বিপক্ষে মেসিকে দলে ফিরে পেতে। মেসির অনুপস্থিতিতে মিয়ামি তাদের সেরা খেলা দেখাতে পারছে না।
গতকাল শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে নিউইয়র্ক সিটি এফসির কাছে পয়েন্ট হারিয়েছে মিয়ামি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
মিয়ামির হয়ে ম্যাচের ১৪ মিনিটে গোল করেন সুয়ারেজ। কিন্তু ৩৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান নিউইয়র্ক সিটির আদ্রিয়ান মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন সুয়ারেজ। কিন্তু ভালো ফিনিশ করতে পারেননি তিনি।
মেসি থাকলে হয়তো দারুণ কম্বিনেশনে আরও একটি গোল পেয়ে যেতেন সুয়ারেজ।
ম্যাচের ৫৬ মিনিটে জর্দি আলবার সহযোগিতায় গোল করার দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন সুয়ারেজ। বক্সের মাঝখান থেকে তার বাঁপায়ের জোরালো শটটি দারুণ ডাইভে রুখে দেন নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিস। এরপর ৬৬ ও ৮০ মিনিটে সুযোগ করেও গোল করতে পারেননি সুয়ারেজ।
মেসি দ্রুত সুস্থ হয়ে দলে ফিরে আসেন, এটাই এখন মিয়ামির প্রত্যাশা।