নোয়াখালীতে শর্টসার্কিট থেকে আগুন: পুড়ে ছাই ১১ দোকান ও ২ বসতঘর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
নোয়াখালীতে শর্টসার্কিট থেকে আগুন: পুড়ে ছাই ১১ দোকান ও ২ বসতঘর

ঢাকা প্রেস,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-


 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও ২টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানান, বাজারের একটি কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কাপড়, চা, কসমেটিকস, গ্যাস ও অন্যান্য দোকান।

 

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
 

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পুনর্বাসনের জন্য প্রশাসনের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।