ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ছকিলা বেগম (৫২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
নিহতের বোন ছবিয়া বেগম জানান, স্বামী বাড়িতে না থাকায় ছকিলা বেগমের সঙ্গে একই ঘরে তিনি ঘুমাচ্ছিলেন। ঝড় শুরু হলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেও ছকিলা বেগম বের হতে পারেননি। এ সময় ঘরের পাশের একটি বড় ভেল্লিগাছ ঘরের ওপর পড়ে যায় এবং ছকিলা বেগম চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঝড় থামার পর স্থানীয়রা গাছ সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।