এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে জেতা পুরস্কারের অর্থ বন্যার্তদের দান করার ঘোষণা লিটন দাসের

প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ণ ৮৮৫ বার পঠিত
এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে জেতা পুরস্কারের অর্থ বন্যার্তদের দান করার ঘোষণা লিটন দাসের

আজ রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। পাকিস্তানের মাটিতে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

প্রথম ইনিংসে মুশফিকের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ব্যক্তিগত ৫৬ রান করেছেন লিটন দাস। উইকেটের পেছনেও দেখিয়েছেন ক্ষিপ্রতা। প্রথম ইনিংসে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত এক থ্রোয়ে স্ট্যাম্পিং করেছেন সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩টি ক্যাচ। ফলে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লিটনের হাতেই।
লিটন তার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুকে লিটনের পেজে লেখা হয়েছে, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।'