ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-
আজ অদ্য ০৩/০১/২০২৫ ৭০৯০আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন( জিএম) ইস্ট মোঃ সুবক্তগীন (ডিজিএ) মো আফজাল হোসেন। ওনার কাছে ছাত্র জনতা ও সিলেট রেল ফোরামের সদস্যরা যে সকল আবেদন করেন।
আমাদের সিলেট অঞ্চলের রেলের সেবার মান উন্নয়ন ও কিছু জায়গায় নতুন লাইন সংযোগ ও সংস্কার করা প্রয়োজন রয়েছে। আমাদের প্রস্তাবিত দাবিগুলো হলো:
(১)সিলেট সেকশনে ব্রিটিশ আমলের পুরাতন লাইন সংস্কার করে ডুয়েল গেজ ডাবল লাইন করে দিতে হবে।
(২)সিলেট রুটে ঘন ঘন ইঞ্জিন ফাইলের বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং স্থায়ী সমাধান করতে হবে।
(৩)নন স্টপ টাঙ্গুয়ারা এক্সপ্রেস অতি শীঘ্রই চালু করতে হবে।
(৪)অবমুক্ত রেগগুলো দিয়ে পুরাতন লোকাল ট্রেন গুলো চালু করতে হবে।
(৫)সিলেট সেকশনে টিকেট কালোবাজারি বন্ধ করতে হবে। এবং অনলাইনে টিকেট সার্ভিস চার্জে
নেওয়া অতিরিক্ত টাকা বন্ধ করতে হবে।
(৬) টিকেট যার ভ্রমণ তার বিষয় টি নিশ্চিত করতে হবে।
(৭)সিলেট ছাতক রেলওয়ে লাইন পুনরায় সংস্কার করে চালু করতে হবে।(৮) সিলেট সুনামগঞ্জ রেলওয়ে রোড চালু করতে হবে।
(৯)সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করতে হবে।
(১০)সিলেট সেকশন অতিরক্ত দুইটি ইঞ্জিন বরাদ্দ রাখতে হবে।
(১১) ট্রেনের লোড বাড়াতে হবে।
(১২) এটেনডেন্টদের ডিউটি ট্রেন পরিবর্তন করে করে দিতে হবে।
(১৩) আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময় এগিয়ে আনতে হবে।
(১৪) ট্রেনের নামাজের বগিতে যাত্রী বহন করা যাবে না।
(১৫) ট্রেনে মানসম্মত খাবারের ক্যান্টিন চালু করতে হবে।
উক্ত দাবিগুলো যথাযথ পূরণ করার জন্য রেলওয়ে ফ্যান ফোরাম এর সদস্য এবং ছাত্ররা। জিএম ইস্ট কে জানান।
এবং রেলওয়ে স্টাফ ও খাবারের ক্যান্টিনের স্টাফ বিরুদ্ধে অভিযোগ করলে। জিএম স্যার জানান তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি সর্বশেষ এ বিষয়ে জানান। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো কিভাবে সুশৃংখল করা যায় এবং যাত্রীবান্ধব করা যায়।
সর্বশেষ (ডিজি) ডিজে এম স্যাররা ছাত্র জনতার এবং সিলেট রেলওয়ে ফ্যান ফোরামের সদস্যদের স্মারকলিপি গ্রহণ করেন।