ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ   |   ১৩৭ বার পঠিত
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান (৬১) কে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
 

শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ সিটিটিসি মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
 

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে শফিকুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজি সংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যা সম্পর্কিত একটি মামলা রয়েছে।
 

গ্রেফতারকৃত শফিকুর রহমানকে বর্তমানে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ।