সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা আমিরসহ নিহত ২, আহত অন্তত ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা আমিরসহ নিহত ২, আহত অন্তত ৬

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে অংশ নিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
 

শনিবার (১৯ জুলাই) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে, ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন দাকোপ উপজেলা জামায়াতের আমির ও চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি মাওলানা আবু সাঈদ (৫২) এবং একই উপজেলার বানিশান্তা গ্রামের জামায়াত কর্মী আমানত শেখ (৫৫)। মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান, আর আমানত শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

হাইওয়ে পুলিশ জানায়, খুলনা জেলা থেকে ২৬০টি বাসযোগে জামায়াতের নেতাকর্মীরা মহাসমাবেশে অংশ নিতে রওনা হন। পথে ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে সকালের নাস্তা করছিলেন অনেকেই। এ সময় একটি বাসের ব্যানার খুলে গেলে সেটি ঠিক করতে যান মাওলানা আবু সাঈদসহ কয়েকজন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস তাদের ওপর সজোরে উঠে যায়।
 

দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আমানত শেখসহ অন্যদের হাসপাতালে নেওয়া হয়। পরে আমানত শেখ মারা যান।
 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে আছেন মো. আনিসুর রহমান, মো. ইকবাল হোসেনসহ আরও কয়েকজন।
 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। একজনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

দুর্ঘটনার পর দায়ী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।