মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনসের মধ্যে ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

 

মেট্রোরেলের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বাস্তবায়নের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 

সোমবার ডিএমটিসিএলের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির যুগ্ম সচিব খন্দকার এহতেশামুল কবির এবং এনেক্স কমিউনিকেশনসের পরিচালক শরিফ সাব্বীর।
 

অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন এনেক্স কমিউনিকেশনসের চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা শাহীন সরকার, উপমহাব্যবস্থাপক (পরিচালন) আবু সাইদ মো. মবিন এবং ডিএমটিসিএলের ব্র্যান্ডিং প্রকল্পের পরামর্শক সানাউল আহমেদ। পাশাপাশি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল ওহাব, পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেট্রোরেল রাজধানীর পরিবহন ব্যবস্থায় নতুন গতি এনেছে। যাত্রীসংখ্যা বৃদ্ধি ও সেবার মান উন্নত করতে মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং এখন একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়স ও পেশার হাজারো মানুষ মেট্রোরেলের ভেতরের বিজ্ঞাপন দেখে থাকে। ফলে ব্র্যান্ডগুলো সহজেই যাত্রীদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। নতুন এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও আধুনিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।